আজ সোমবার সারা বিশ্বে পালিত হচ্ছে ‘মে’ দিবস। বিশ্বের মেহনতি শ্রমিকদের সম্মানে শ্রমিক এবং সক্রিয় কর্মীরা রাজপথে মিছিল এবং শহরের কেন্দ্রস্থলে সমাবেশ করছেন। এই দিনটি আন্তর্জাতিক কর্মী দিবস বা লেবার ডে’ নামে পরিচিত ছুটির দিন।
ইস্তানবুলে মে দিবসের কর্মসূচি নিষিদ্ধ করার প্রতিবাদে টাকসিন স্কয়ার থেকে পুলিশ কয়েক ডজন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে তারা। ঐ চত্বরটি ৩ বছর ধরে বন্ধ রাখা হয়েছে। তবে ১৯৭৭ সালে ৩৪ জনের মৃত্যুর স্মরণে শ্রমিক ইউনিয়নের ছোট একটি দলকে ঐ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করার অনুমতি দেয়া হয়।গ্রীসে মে দিবস পালিত হয়। তার দেশব্যাপী একদিন হরতালের ডাক দেয়।
ফিলিপিনের ম্যানিলায় শ্রমিক এবং ইউনিয়নের সদস্যরা সমাবেশ করে। ইন্দোনেশিয়ায় শ্রমিকরা রাজপথে মিছিল করে। সোমবার, ফ্রান্সের নির্বাচনের অগ্রগণ্য প্রার্থী ইমানুয়েল ম্যাঁকর্ণ এবং চরম ডানপন্থী মারিন লা পেন দু'জন পৃথক পৃথক সমাবেশে করবেন এবং ঐ দুই প্রার্থীর বিরুদ্ধেও প্রতিবাদ বিক্ষোভ হবার কথা রয়েছে।