অস্বস্তি গোছাতে মার্কেলকে টেররিসার উপহার

Britain's Prime Minister, Theresa May, speaks to the media outside number 10 Downing Street, in central London, Britain July 13, 2016.

ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে দ্রুতই একটা সিদ্ধান্ত নিতে চাপে থাকা বৃটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে তার ৬২তম জন্মদিনে দুটি বই উপহার দিয়েছেন। আর এতেই বৃটিশ গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে, তেরেসা বুঝি এ উপহার ব্রেক্সিট বিষয়ক অস্বস্তি গোছানোর একটা উপায় হিসেবে গণ্য করে থাকতে পারেন। ওদিকে, লন্ডনের মতো বার্লিনের মিডিয়াতেও তাদের প্রথম মুখোমুখি হওয়ার ঘটনাকে দুই নারী নেত্রীর মেজাজ মর্জির আলোকে বিশ্লেষণ করার একটা কৌতুহল ও প্রবণতা হিসেবে দেখা গেছে।

এ সম্পর্কে বিস্তারিত শুনুন লন্ডন থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট