মাংস কাটা ও বিক্রির ওপর মুম্বই পুরসভার নিষেধাজ্ঞা বাতিল

মহারাষ্ট্র রাজ্যে একটি জৈন ধর্মীয় উতসবের কয়েকটি দিনে মাংস কাটা ও বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল মুম্বই পুরসভা, তা বাতিল করে দেয় মহারাষ্ট্র হাইকোর্ট। আবার তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একটি জৈন সংস্থা। কিন্তু শীর্ষ আদালত সাফ বলে দিয়েছে, খাদ্যাভ্যাস মানুষের একটি ব্যক্তিগত বিষয়। এ ধরণের ধর্মীয় নিষেধাজ্ঞা অনিচ্ছুক মানুষকে জবরদস্তি গিলিয়ে দেওয়া চলে না। সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর ও কুরিয়েন জোসেফের বেঞ্চ মন্তব্য করে, সরকারকে আরও সহনশীল হতে হবে। দেশের মানুষের ঐক্য গড়ে উঠুক বৈচিত্র্যের মধ্যে দিয়েই। আর, প্রাণীদের ওপর করুণা প্রদর্শন? সেটা সারা বছরই তো দেখানো যায়, কেবল বিশেষ একটি ধর্মের উতসবের কয়েকটি দিনে কেন?

Your browser doesn’t support HTML5

মাংস কাটা ও বিক্রির ওপর মুম্বই পুরসভার নিষেধাজ্ঞা বাতিল