ভূমধ্যসাগরে দুর্ঘটনায় পড়ে ২০১৬ সালে মারা গেছেন ২৫০০ লোক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে ২০১৬ সালের গত কয়মাসে অন্তত ২৫০০ লোক মারা গেছেন। জাতিসংঘ শরনার্থী সংস্থার এক রিপোর্ট এ তথ্য জানানো হয়।

রিপোর্ট বলা হয়, ২০১৫ সালে এই সময়ের মধ্যে মারা গিয়েছিল ১৮৫৫ জন লোক। সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে নাইজেরিয়া ও গাম্বিয়া হয়ে তরস্ক গ্রীসের রুটেই বেশিরভাগ মানুষ মারা যায়।