মানব পাচার নিয়ে মেঘনা গূহঠাকুরতার সাক্ষাৎকার,নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধের প্রেক্ষিতে

বাংলাদেশ উপকূলবর্তী ছোট্র এক ভূখন্ড শা’ পরির দ্বীপ থেকে মানুষ পাচার হচ্ছে মালয়েশিয়ায়-থাইল্যান্ডে আন্দামান সাগর-বঙ্গোপসাগর পাড়ি দিয়ে- এ নিয়ে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় গত শুক্রবার যে একটি নীবন্ধ প্রকাশিত হয়েছে তারই প্রেক্ষাপটে আমরা কথা বলি রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ গবেষনা সংস্থার নির্বাহি পরিচলাক ডক্টর মেঘনা গূহঠাকুরতার সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

Your browser doesn’t support HTML5

meghna