মুম্বই বিস্ফোরণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি হলো

India Death Sentence

৩০শে জুলাই-ই ছিল মুম্বই বিস্ফোরণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ইয়াকুব মেমনের জন্মদিন। আর, দীর্ঘ ও নাটকীয় আইনি লড়াইয়ের শেষে এ দিনই নাগপুর জেলে তার ফাঁসি হয়ে গেল। বিকেলে মুম্বইতে তাকে সমাধিস্থ করা হয়। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট তার আইনি লড়াইতে ইতি টেনে দেওয়ার পরে ইয়াকুবের প্রাণভিক্ষার আর্জি একে একে খারিজ করে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও দেশের রাষ্ট্রপতি। কিন্তু তাতেও হাল না ছেড়ে তার আইনজীবিরা মধ্য রাতে আবারও দ্বারস্থ হলেন ফাঁসি বাতিল না হোক, অন্তত তা পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে। সুপ্রিম কোর্টের চার নম্বর আদালতে এক ঘণ্টা ধরে শুনানির পরে এ আবেদনও প্রত্যাখ্যাত হল। এর পর বৃহস্পতিবার সকাল সাতটায় ফাঁসি হয়ে গেল ইয়াকুবের। কিন্তু এমনই ভাগ্যের পরিহাস, তার জন্মদিনই হয়ে গেল তার মৃত্যুদিন। ফাঁসি হল, কিন্তু তা আবারও বিতর্ক উসকে দিল মৃত্যুদণ্ডের যথার্থতা নিয়ে।

সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

গৌতম গুপ্তের রিপোর্ট