থাইল্যান্ডে মিডল্ইস্ট রেসপিরেটরী সিন্ড্রম বা মার্স ভাইরাসের সংক্রমণ

থাইল্যান্ডে মিডল্ইস্ট রেসপিরেটরী সিন্ড্রম বা মার্স ভাইরাসে প্রথম একজনের আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছে। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন এই খবরে আতংকিত না হন। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা ভয় পাবেন না। আমরা এর ব্যবস্থা গ্রহণ করছি। যদি কেউ সংক্রমণের আশংকা করেন তাহ’লে অনুগ্রহ করে হাসপাতালের সংগে যোগাযোগ করুণ। আমাদের পরষ্পরকে সাহায্য করতে হবে এবং আপনারা সর্তক থাকুন ।”

ওমান থেকে থাইল্যান্ডে আসা এক হার্টের রোগীর মার্সে আক্রান্ত হবার খবর নিশ্চিত করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তাদের অতীতের অভিজ্ঞতার কারনেই এই ধরণের পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার এপর্যন্ত অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে এবং জানা মতে ১৬৫ ব্যক্তি সংক্রামিত হয়েছে।

এই রোগের আতংকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের অন্যতম প্রধান হাসপাতালের কাজকর্ম আংশিক স্থগিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মার্স থেকে নিরাপদ থাকতে দেশের সর্বত্র নেয়া হয়েছে বিশেষ সতর্ক ব্যাবস্থা।