ভূমধ্যসাগরে শত শত অভিবাসী যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে

Italy migrants

প্রায় ৭০০ অভিবাসী সহ একটি নৌকো গত রাতে লিবিয়ার অদূরে ভূমধ্যসাগরে ডুবে যায়। শত শত যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রবিবার কর্তৃপক্ষ বলেছে এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২৪জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও শত শত যাত্রী নিখোঁজ কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ভূমধ্যসাগরে অভিবাসীদের সবচাইতে মারাত্মক বিপর্যয় হবে এটি।

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের ১৯৩ কিলোমিটার দক্ষিণে লিবিয়ার জলসীমায় নৌকটি ডুবে যায়। মনে করা হচ্ছে যে একটি সওদাগরি জাহাজ কাছাকাছি এলে অভিবাসীরা নৌকর একদিকে সরে যায় এবং তখনি নৌকোটি ডুবে যায়।