ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। দুই সরকারের রাজনৈতিক মতের পার্থক্য থাকতে পারে কিন্তু সেজন্য পরিযায়ী শ্রমিকরা বঞ্চিত হবেন কেন? লকডাউন চলাকালীন রাজ্যের মালদহ জেলায় দু’লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এলেও তারা কেন্দ্রীয় সরকারের ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ যোজনা থেকে বঞ্চিত হয়েছেন। এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলার শুনানিতেই দুই সরকারকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
মামলাকারী মোস্তাক আলমের অভিযোগ, চলতি বছরের মে মাসের আগে পর্যন্ত রাজ্যের মালদহ জেলায় ২৫ হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। কিন্তু ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে এই জেলা। শুনানিতে মামলাকারীর তরফে জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নাম, ফোন নম্বর ও ঠিকানা–সহ সমস্ত তথ্য তুলে ধরা হয়। কেন্দ্রের তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। তিনিই এই প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য দেন। এদিকে, মামলার আগের দুই শুনানিতে রাজ্যের তরফে কোনও আইনজীবী উপস্থিত না থাকলেও এদিন তাতে অংশ নেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার। আগের দু’টি শুনানিতে রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত না থাকায় কার্যত ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ বলেই খবর।
Your browser doesn’t support HTML5
‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ যোজনা থেকে বঞ্চিত দু’লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক