২০১৫ সাল অভিবাসিদের জন্যে হতে চলেছে বাজে একটি বছর

আন্তর্জাতিক অধিকার সংস্থা বলেছে ২০১৫ সাল ভূমধ্যসাগর অতিক্রমকারী অভিবাসিদের জন্যে হতে চলেছে খুব বাজে একটি বছর।

মানবাধিকার সংগঠন সেভ দা চিল্ড্রেন এর রিপোর্ট অনুসারে সাম্প্রতিক ঘটনায় প্রায় ৪০০ জন সাগর পথে লিবিয়া থেকে ইটালী যাওয়ার পথে প্রাণ হারান। তাদের অনেকেই শিশু।

রিপোর্টে বলা হয় ১০ থেকে ১৩ এপ্রিল ইটালিয়ান কোস্ট গার্ড ৭ হাজার অভিবাসিকে উদ্ধার করে। সেভ দা চিল্ড্রেন জানায় তাদের মধ্যে ৩৫০ জনই শিশু।