ইন্দোনেশিয়া উপকুলে ডুবে যাওয়া ট্রলার থেকে ৭১২জন অবৈধ অভিবাসী উদ্ধার

শুক্রবার ইন্দোনেশিয়ার উপকুলে ডুবে যাওয়া মানবপাচারকারী ট্রলার থেকে ৭১২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশী এবং রোহিঙ্গা। স্থানীয় জেলেরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন। মালয়েশিয়ার গনমাধ্যমে বলা হয় মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে থাকা ১৩ হাজার বিভিন্ন দেশের অভিবাসীর মধ্যে ১৬০০ বাংলাদেশী রয়েছেন। এদিকে মানব পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমীর খসরুর পাঠানো রিপোর্টে।

Your browser doesn’t support HTML5

আমীর খসরু ১

জাতিসংঘ মহাসচিব বান কি মুন, পাচারের শিকার হওয়া অভিবাসী ও শরনার্থীদের নিয়ে সাগরে ভাসমান নৌকা উদ্ধারে দক্ষিন এশিয়ান সরকার সমুহের প্রতি ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন। আর বিদেশে পাচার হওয়ার পর, প্রতারিত হয়ে যারা দেশে ফিরে এসেছেন এমন কয়েকজন বাংলাদেশীর সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরু ২