স্লোভ্যানিয়া আশ্রয় প্রার্থনার আবেদন করা নেই এমন অভিবাসিকে সীমান্ত অতিক্রম করতে দেবেনা

স্লোভ্যানিয়া জানিয়ে দিয়েছে- মঙ্গলবার মাঝরাত থেকে নতুন এক বন্দোবস্তে তারা, তাদের দেশের জন্যে আশ্রয় প্রার্থনার আবেদন করা নেই এমোন আর কোনো অভিবাসিকে তারা তাদের সীমান্ত অতিক্রম করতে দেবেনা। ক্রোয়েশিয়া ও সার্বিয়াও একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে জানিয়েছে। এ নিয়ে য়ুরোপের অভিবাসী পরিস্থিতিতে নতন একটা দৃশ্যপটের অবতারনা হ’লো। বিষয়টি নিয়ে আমরা কথা বলি নিউ ইয়র্ক প্রবাসী অর্থনীতিবিদ-সংবাদ ভাষ্যকার ডক্টর সেলিম জাাানের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

স্লোভ্যানিয়া আশ্রয় প্রার্থনার আবেদন করা নেই এমন অভিবাসিকে সীমান্ত অতিক্রম করতে দেবেনা