বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবনগর-ত্রিমোহনী গ্রামে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪জন নিহত

Map of Bangladesh

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জের শিবনগর-ত্রিমোহনী গ্রামে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রফিকুল ইসলাম ওরফে আবুসহ ৪জন নিহত হয়েছেন।

অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন তাদের মরদেহ এখনও আস্তানাটির ভেতরে রয়েছে। তিনি বলেছেন নিহত চার জনই পুরুষ এবং তারা আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন।

তিনি বলেন, এই প্রথমবারের মতো কোনও অভিযানে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা নিহত আবুর স্ত্রী এবং কন্যা বলে পুলিশ জানিয়েছে। নিহত চার জনের মধ্যে আবু ছাড়া অপর তিনি জনের পরিচয় জানা যায়নি।

এর আগে বুধবার রাতে অভিযান স্থগিত করার পর বৃহস্পতিবার সকালে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট জঙ্গি আস্তানাটিতে পুনরায় অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে অনেক দূরে অবস্থানরত সাংবাদিকরা ব্যাপক গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শুনতে পান। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বুধবার থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।

এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট (জঙ্গি)