টিগ্রায়ের ৯০% মানুষ বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক অনুদানের উপর নির্ভরশীল

টিগ্রায়ে অঞ্চলের ৩৪ বছরের এক মা তাঁর ৫ সন্তানসহ সহায়তার প্রতীক্ষায় ১১ ই জুলাই, ২০২১ /রয়টার্স

.৯ মাসের অধিক সময় ধরে গৃহদ্বন্দ্বের পর ,উত্তরাঞ্চলীয় ইথিওপিয়ার টিগ্রায়ে প্রদেশের পরিস্থিতির পর্যালোচনার করে জাতিসংঘ জানায়, যে সেখানকার সমাজ এখন বিধ্বস্তপ্রায়, জনগণের জীবিকা আজ বিপন্নI সংঘাতে হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে এবং ৪ঠা নভেম্বর বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করতে ইথিওপিয়ার সেনাবাহিনী টিগ্রায়ের অভিযান চালালে ২০ লক্ষ জনগণ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হনI

জাতিসংঘের রিপোর্টে বলা হয়, সেখানে তীব্র ক্ষুধার মুখোমুখি এখন লক্ষ লক্ষ জনগণ এবং ৪ লক্ষ জনগণ দুর্ভিক্ষের মুখেI তীব্র অপুষ্টির কারণে হাজার হাজার শিশু জীবনের ঝুঁকিতে রয়েছেI মানবিক সমন্বয়কারী দপ্তরের মুখপাত্র, জেন্স লারকে বলেন, বিশ্ব জনগোষ্ঠীর প্রায় ৯০% এখন বাঁচার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীলI

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি থামাতে, আমাদের হাতে রয়েছে অত্যন্ত কম সময়I রাজধানী মেকেলেতে প্রতিদিন খাদ্য ভর্তি ট্রাক আসার কথাI সাহায্য সংস্থাগুলির হিসাব অনুযায়ী জনগণের চাহিদা মেটাতে প্রতি সপ্তাহে ৫০০টি ট্রাক ভর্তি সরবরাহ এখানে আশা উচিত, তবে তা ঘটছে নাI