সিলেটের শিববাড়ি এলাকায় এক জঙ্গি আস্তানায় পাঁচ দিনের অভিযান

সিলেটের শিববাড়ি এলাকায় এক জঙ্গি আস্তানায় পাঁচ দিনের অভিযান শেষ হওয়ার একদিন পর মঙ্গলবার গভীর রাত থেকে মৌলভীবাজার জেলায় সন্দেহভাজন দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার পুলিশ জানিয়েছে তারা মৌলভীবাজার জেলা শহরের বড়হাট এবং শহরের বাইরে

নাসিরপুর গ্রামে ওই দুই জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে তা ঘেরাও করে। পুলিশ আরও

জানিয়েছে বড়হাটের জঙ্গি আস্তানা থেকে তাদের লক্ষ্য করে বোমা ছুড়েছে জঙ্গিরা।

তবে ওই দুই জঙ্গি আস্তানায় কতজন জঙ্গি রয়েছে পুলিশ এখনও তা নিশ্চিত হতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান অবশ্য সাংবাদিকদের বলেছেন শহরের ভেতরের জঙ্গি আস্তায় নেতৃস্থানীয় জঙ্গি থাকতে পারে।

জঙ্গি আস্তানা দুটির আশ পাশের এলাকায় জেলা করতিপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

এদিকে, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি বাড়ি বুধবার দুপুর থেকে ঘিরে রেখেছে। অপরদিকে, ঢাকা জেলার দোহারের বিভিন্ন এলাকা থেকে র‍্যাপিড একশান ব্যাটেলিয়ন র‍্যাব মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জঙ্গিকে গ্রেফতার করেছে।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে জঙ্গি হামলা সম্পর্কে জহুরুল আলমের প্রতিবেদন