পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী গৃহবন্দী!

সারদা চিটফান্ড মামলায় পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী মদন মিত্রর জামিন খারিজ করে গৃহবন্দী থাকবার আদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। গত কয়েক দশকের মধ্যে আদালত গৃহবন্দী থাকবার নির্দেশ দেয়নি কারোর ক্ষেত্রেই। তাই এই শব্দবন্ধটি আইনি মহলেও অপরিচিত।

অবশ্য বৃটিশ আমলে রাজনৈতিক বন্দীদের জন্য গৃহবন্দী থাকবার নির্দেশ আসত অনেক ক্ষেত্রেই। স্বয়ং নেতাজী সুভাষচন্দ্র বসুকেও একটা সময় গৃহবন্দী থাকতে হয়েছিল। সাম্প্রতিক সময়ে জম্মু-কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের অনেক সময়ই গৃহবন্দী করে রাখা হয়। জেলহাজতের চেয়ে গৃহবন্দী থাকাটা নিশ্চয়ই কিছুটা স্বস্তির। অবশ্য বাড়িতে থাকলেও বাইরের লোকের সঙ্গে দেখা-সাক্ষাত বারণ। কিন্তু মদন মিত্রের বেলায় জামিন খারিজ করে জেলহাজত না দিয়ে, কেন গৃহবন্দি থাকবার হুকুম দিল আদালত, তার ব্যাখ্যা জানা যায়নি।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী গৃহবন্দী!