ভারতের ব্রহ্ম মিসাইল কিনতে চাইছে ভিয়েতনাম

ভারতের ব্রহ্ম মিসাইল কিনতে চাইছে ভিয়েতনাম। দেশের প্রতিরক্ষা মন্ত্রি মনোহর পারিকর ৫ই ও ৬ই জুন ভিয়েতনামে গিয়ে এ বিষয়ে আলোচনা করবেন। শব্দের তিন গুণ গতিতে চলা এই মিসাইল ২৯০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে নিখুঁত ভাবে আঘাত হানতে পারে। রাশিয়ার সহযোগিতায় ব্রহ্ম মিসাইল ভারতে তৈরি হয়। তৃতীয় কোনও দেশকে বিক্রি করতে হলে উভয় দেশেরই সম্মতি দরকার। এখন রুশ সাবমেরিন ব্যবহারে ভিয়েতনামী নাবিকদের ভারত প্রশিক্ষণ দিচ্ছে। অন্য দিকে, ভিয়েতনামের উপকূলে দক্ষিণ চিন সাগরে তেল অনুসন্ধানের জন্য ভারত ও ভিয়েতনাম যৌথ ভাবে কাজ করছে। এই সমুদ্রের মালিকানা নিয়ে অবশ্য চিনের সঙ্গে ভিয়েতনামের দীর্ঘ দিনের বিবাদ চলছে। ভারতের সঙ্গেও চিনের সম্পর্কে অনেক জটিলতা। ভিয়েতনামের সঙ্গে ভারত সম্পর্ক ঘনিষ্ঠতর করে তুলতে চায় প্রধানত চিনের কথা মাথায় রেখেই।

Your browser doesn’t support HTML5

ভারতের ব্রহ্ম মিসাইল কিনতে চাইছে ভিয়েতনাম