মিয়ানমারের রুশপন্থী মনোভাব বাড়ছে 

যুক্তরাষ্ট্র, কানাডা ও নিউ জিল্যান্ড, বার্মার সামরিক নেতাদের ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও জাপানের ওপর নিষেধাজ্ঞার আরোপের জন্য চাপ সৃষ্টি করা হয়েছেI পশ্চিমি দেশগুলির হুমকির মুখে পরে, মিয়ানমার,চীন ছাড়াও রাশিয়ার প্রতি নির্ভরশীল হতে চলেছেI পশ্চিমি নিষেধাজ্ঞা সামাল দিতে এবং তাদের অবস্থান মজবুত করতে, সামরিক কর্মকর্তারা এখন রাশিয়াকে মিত্র বলে ভাবতে শুরু করেছেI

ওদিকে রাশিয়ার রয়েছে বার্মা'র সঙ্কটে নিজেদের স্বার্থ বৃদ্ধির নীতিI রাশিয়া সেখানে অস্ত্র-বিক্রয়, রেলপথ, সামুদ্রিক বন্দর, বাণিজ্যপথ ও 'বার্টার' চুক্তি সম্পাদনে আগ্রহ দেখাচ্ছে, যা সামরিক শাসকদের প্রভাবিত ও প্রলোভিত করতে পারে I

তবে চেচেনের প্রেসিডেন্ট, রমজান কাদিরভ হুশিয়ার করে দিয়েছেন, বার্মায় মুসলমানদের ওপর বর্বরতার জন্য অভিযুক্ত, সামরিক সরকারকে সহায়তা দেবার রাশিয়ার পদক্ষেপকে তিনি বিরোধিতা করবেনI