MLK - Lincoln Memorial
আজ সোমবার আমেরিকার জনগণ, মার্টিন লুথার কিং জুনিয়ার দিবস উদযাপন করছেন। এই দিনে তাঁর প্রতি সম্মান জানানো হয়। যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের প্রবক্তা মার্টিন লুথার কিং উপলব্ধি করতেন যে ওই আন্দোলনের সাফল্য নির্ভর করে সেটির অহিংস নীতিমালার উপর।
প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সোমবার, আমেরিকানরা নিহত নাগরিক অধিকার নেতার প্রতি সম্মান জানান। ১৯৫০ ও ১৯৬০ এর দশকে কিং, দক্ষিণাঞ্চলে পৃথকীকরণের বিরুদ্ধে, কৃষ্ণাঙ্গদের সমতার জন্য আন্দোলন এবং ভোট দেওয়ার অধিকারের জন্য অহিংস প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছেন।