মানুষ ক্রীতদাসের মতো জীবন যাপনে বাধ্য হচ্ছেন

Modern Slavery

বাংলাদেশের প্রায় ছয় লাখ মানুষ এখনও ক্রীতদাসের মতো জীবন যাপনে বাধ্য হচ্ছেন বলে এক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে এসকল মানুষ রাষ্ট্রের চাপিয়ে দেওয়া কারণে অথবা কোনও না কোনোভাবে নামমাত্র মজুরিতে দাসের মতো শ্রম দিতে বাধ্য হচ্ছেন, দালালের খপ্পরে পড়ে বাধ্য হচ্ছেন যৌনকর্মীর জীবন যাপনে, অথবা ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে কাটাচ্ছেন ক্রীতদাসীর জীবন। তাঁদের এই দুর্দশাকে অস্ট্রেলিয়া-ভিত্তিক সংগঠন ওয়াক ফ্রি ফাউন্ডেশন আধুনিক দাসত্ব’ হিসেবে বর্ণনা করে বলেছে বিশ্বের চার কোটির ওপর মানুষ এই দাসত্বের শিকার। ওয়াক ফ্রি ফাউন্ডেশন প্রকাশিত গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৮ তে বলছে, বিশ্বের ১৬৭টি দেশের সূচকে বাংলাদেশের অবস্থান এবার ৯২তম। এতে বলা হয় বিশ্বজুড়ে যারা ‘আধুনিক দাসের’ জীবন কাটাতে বাধ্য হচ্ছে, তাদের মধ্যে একমাত্র এশিয়া মহাদেশেই ২ কোটি ৬০ লাখ মানুষ আধুনিক দাসত্বের শিকার। সমীক্ষায় বলা হয়েছে মোট সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি আধুনিক দাসের বসবাস চীন, পাকিস্তান, উত্তর কোরিয়ায় এবং নাইজেরিয়াতে এবং এই সংখ্যা বিশ্বে আধুনিক দাসের মোট সংখ্যার ৬০ শতাংশ। এতে বলা হয় খোদ যুক্তরাষ্ট্রেই ৪ লাখ আধুনিক দাসের বসবাস যা উন্নত বিশ্বেরে মধ্যে অন্যতম।

ঢাকা থেকে আরও জানাচ্ছেন যাহুরুল আলম

Your browser doesn’t support HTML5

যাহুরুল আলমের প্রতিবেদন