মে থেকে জুলাই মাসের মধ্যে ইজরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মে থেকে জুলাই মাসের মধ্যে ইজরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অতীতের প্রথা ভেঙ্গে এই সফরে পাশাপাশি প্যালেস্টাইন সফরের পরিকল্পনা নেই তাঁর। অতীতে ভারতীয় নেতারা দুই দেশেই যেতেন একই সঙ্গে। মোদি কিন্তু তিন বছর আগে প্রধানমন্ত্রী হয়েই ঐ প্রথা বদলের ইঙ্গিত দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ২০১৪-নভেম্বরে কেবল ইজরায়েলে যান। বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, এম জে আকবর আবার কেবল প্যালেস্টাইন আর জর্ডানে গেলেন গত নভেম্বরে, ইজরায়েলে গেলেন না। এই নতুন পরম্পরাই টেনে নিয়ে মোদি এ বার কেবল ইজরায়েল সফরেই যাবেন। প্যালেস্টাইনের সঙ্গে ভারতের পুরনো আবেগের সম্পর্ক, ইজরায়েলের সঙ্গে কাজের।

Your browser doesn’t support HTML5

মে থেকে জুলাই মাসের মধ্যে ইজরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি