মনোয়ারা হাকিম আলীর সাক্ষাত্কার

Manowara Hakim Ali

বাংলাদেশ ফেডারেশান অফ চেম্বার্স অফ কমার্স এ্যান্ড ইন্ডাসট্রিয FBCCI-এর ৪২ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের এক নারী First Vice President পদে অধিষ্ঠিত হয়েছেন।

বন্দর নগরী চট্রগ্রামের এই বানিজ্য ও শিল্প মালিক মনোয়ারা হাকিম আলী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

এখানে তিনি নারী ক্ষমতায়নে অবদানের জন্যে দু’ হাজার তেরো সালের
International Alliance For Women- TIAW পুরস্কার World of Difference 100 এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

আমরা তাঁর সঙ্গে তাঁর কর্মময় জীবনের ওপর নারী ক্ষমতায়নের প্রভাব ও এই পুরস্কার প্রাপ্তি নিয়ে কথা বলি। তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন

Your browser doesn’t support HTML5

manowara