রাশিয়ার বিরোধী নেতার বিরুদ্ধে নতুন অভিযোগ

বিরোধী নেতা বরিস নেমৎসভের হত্যাকাণ্ডের প্রতিবাদে অংশগ্রহণরত বিরোধী নেতা, আলেক্সি নাভালনি, ফাইল ছবি, ২৯শে ফেব্রুয়ারী, ২০২০ - রয়টার্স

কারারুদ্ধ ক্রেমলিনের কট্টর সমালোচক, আলেক্সেই নাভালনি নুতন এক অভিযোগের মুখোমুখি I অভিযোগে জানানো হয়, তার গড়াঅলাভজনক প্রতিষ্ঠান, রুশ নাগরিকদের আইন ভঙ্গ করতে উৎসাহিত করেছে I রাশিয়ার তদন্তকারী কমিটি কর্তৃক আনীত অভিযোগের কথা জানানো হয় বুধবার, যে অভিযোগে তার ৩ বছরের কারাদণ্ড হতে পারেI

কমিটি জানায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গঠিতনাভালনির দাতব্য প্রতিষ্ঠান, রাশিয়ার জনগণকে বেআইনি কাজে উদ্বুদ্ধ কোরে জনগণকে জানুয়ারী মাসে অবৈধ প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিতে উৎসাহিত করেছিলI

৪৫ বছর বয়সী নাভালনি বর্তমানে ২০১৪ সালের তহবিল আত্মসাতের মামলায় আড়াই বছরের কারাদণ্ড ভোগ করছেন I নাভালনির ভাষ্য অনুযায়ী তার ওপর ক্রেমলিন পরিচালিত নার্ভ হামলার পর চিকিৎসা শেষেজার্মানি থেকে রাশিয়া ফিরে গেলেতাকে গ্রেফতার করা হয় I রাশিয়ার কর্মকর্তারা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেনI

জুন মাসে নাভালনির সংস্থাটিকে সন্ত্রাসী বলে বেআইনি ঘোষণা করা হয়I কর্তৃপক্ষ তাঁর নেটওয়ার্ক পরিচালিত বহু ওয়েবসাইট বন্ধ করে দেন যেগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়Iতাঁর দুই শীর্ষ সহযোগী, আইভান জাদানোভ ও লিওনিদ ভোলকভ-এর বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করা হয়েছেI

নাভালনির মিত্ররা জানান, ১৯শে সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনের আগে বিরোধীদের দুর্বল করার লক্ষ্যে এসব দমন অভিযান পরিচালিত হচ্ছে I

.