১৫৫ অভিবাসী বাংলাদেশী হস্তান্তর

সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌবাহিনীর উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে আরো ১৫৫ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। বুধবার মিয়ানমারের কর্মকর্তাদের সাথে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র পতাকা বৈঠকের পরে ওই বাংলাদেশীরা দেশে ফিরে আসেন। স্বজনদের কাছে হস্তান্তরের জন্য তাদের বর্তমানে কক্সবাজারের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। গত ২৯ মে আন্দামান সাগর থেকে ৭৭৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। পরে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে ৫২৮ জনের একটি তালিকা হস্তান্তর করে। তালিকার নাম যাচাই-বাছাই শেষে এই দফায় উদ্ধারকৃতদের মধ্যে এই ১৫৫ জন বাংলাদেশী দেশে ফিরে আসলেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, দেশে ফেরার অপেক্ষায় আরও ৩৭৩ জন বাংলাদেশী মিয়ানমারে রয়েছেন। খুব শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। এই দফার ১৫৫ জন সহ মোট ৪৭৬ জন বাংলাদেশী মিয়ানমার থেকে দেশে ফিরে এসেছেন।

Your browser doesn’t support HTML5

আমির খসরুর রিপোর্ট