ব্লগার হত্যায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব বান কি মুন

ব্লগার হত্যায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। একের পর এক যেভাবে ব্লগারকে খুন করা হচ্ছে তাতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়বে কিনা এই আশঙ্কাও ব্যক্ত করেছেন তিনি। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকা-ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব খুনিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সব বাংলাদেশী যাতে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং অন্য সকল মানবাধিকার শঙ্কাহীনভাবে চর্চা করতে পারেন তা নিশ্চিতেও আহ্বান জানান। চলতি বছর চারজন ব্লগার খুন হয়েছেন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মাইয়েদু ব্লগার নিলয় হত্যার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ইইউ বিশ্বাস করে চার ব্লগার হত্যার পেছনে কারণ একই। এ ধরনের মৃত্যু ইইউ দেখতে চায় না। বিশ্বব্যাপী তীব্র নিন্দা আর ধিক্কারের পর বাংলাদেশের পুলিশ প্রধান একেএম শহীদুল হক এক সংবাদ সম্মেলনে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়ার জন্য মুক্তমনা ব্লগারদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, এটা এক ধরনের অপরাধ। পেনাল কোড ও আইসিটি অ্যাক্টে শাস্তিযোগ্য অপরাধ।
ওদিকে নিলয় হত্যাকা-ের কোন কূল-কিনারা হয়নি। এখনো পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এই ঘটনায় কারিগরি সহযোগিতা দিতে আগ্রহি।মতিয়ুর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

mrc ban ki-moon