ছাত্রলীগকে ত্যাগের মানসিকতায় কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্রলীগকে সতর্ক
করলেন প্রধানমন্ত্রী
ছাত্রলীগকে ত্যাগের মানসিকতায় কাজ করার পাশাপাশি ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে শান্তিপূর্ণ থাকে সে দিকে লক্ষ্য রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের ২৮তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেনÑ
শেখ হাসিনা বলেন, বাঙালির যা কিছু অর্জন তা আওয়ামী লীগের। আর এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। আমরা চাই ছাত্রলীগ একটি আদর্শ নিয়ে চলুক। কারণ আদর্শবিহীন সংগঠন কোন লক্ষ্যে পৌঁছতে পারে না। তারা শুধু ব্যক্তিস্বার্থ রক্ষা করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছিলেন। কিন্তু এদের বিচারকাজ বন্ধ করে দেয়া হয়েছিল। যুদ্ধাপরাধীদের পুরষ্কৃতও করা হয়েছিল।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

mrc