দৌড়ঝাঁপ কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন রাষ্ট্রদূত টমাস শ্যানন

টমাস শ্যাননের
দৌড়ঝাঁপ কূটনীতি
দৌড়ঝাঁপ কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন রাষ্ট্রদূত টমাস শ্যানন। মাত্র ২৪ ঘণ্টায় তিনি প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎসহ অন্তত ১০টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ও রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন পররাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের পাশাপাশি বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ইউএসএআইডির সহায়তায় একটি স্বাস্থ্যসেবা ক্লিনিক পরিদর্শন করেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ওপর বক্তব্য রাখেন। এসব অনুষ্ঠানে তিনি চলমান নিরাপত্তা, বাণিজ্য উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং চরমপন্থা মোকাবিলা নিয়ে চলমান সহযোগিতার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্কের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে বলেছেন, প্রাণবন্ত ও শক্তিশালী গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা অনস্বীকার্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শ্যানন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করেন। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর বিএনপি নেতা মঈন খান বলেন, বৈঠকটি হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।
রাষ্ট্রদূত শ্যানন দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: