মানববন্ধন,পাকিস্তানের ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে

মানববন্ধন
পাকিস্তানের ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১৪ দল। গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪টি স্পটে প্রায় ১৪ কিলোমিটারের এই মানববন্ধনে জোট নেতারা বক্তব্য রাখেন। যোগ দেন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসুচি ঘিরে ব্যাপক যানজট তৈরি হয়। রাসেল স্কয়ারে মানবন্ধন কর্মসূচিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আজকে পাকিস্তান নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। অবাক লাগে তাদের সঙ্গে সুর মিলিয়ে খালেদা জিয়াও একই পথে নেমেছেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষ্টিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, প্রত্যেকটা ধ্বংসের জন্য পাই পাই করে দেশের মানুষ আপনার কাছ থেকে হিসাব নেবে। আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ওদিকে, ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রাসঙ্গিক একটি বিষয়ে খালেদা জিয়া সঠিক মন্তব্যই করেছেন। অথচ তার বক্তব্য বিকৃত করে আওয়ামী লীগ তাকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। এতে আওয়ামী লীগের দেউলিয়াত্ত্বই প্রমাণিত হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

মতি