বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চেষ্টা তো কম হয়নি। ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে। কিন্তু কোন কাজ হয়নি। বঙ্গবন্ধু অক্ষয়। কোন অবস্থাতেই নাম মুছে ফেলা যাবে না। পাকিস্তানি প্রেতাত্মারা মুছে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বৈশ্বিক স্বীকৃতি উদযাপনে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধানমন্ত্রী এই অভিব্যক্তি প্রকাশ করেন। নাগরিক সমাবেশটি এক বিশাল জনসভায় রূপ নেয়।
শেখ হাসিনা বলেন, ইতিহাস কাউকে ছাড়ে না। প্রতিশোধ নেয়। জায়গাও করে নেয়।
অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আরো বক্তৃতা করেন শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক রফিকুল হক, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, সাংবাদিক গোলাম সারওয়ার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধিও বক্তব্য রাখেন। কবিতা আবৃত্তি করেন কবি নির্মলেন্দু গুণ। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5
বঙ্গবন্ধু অক্ষয় কোন অবস্থাতেই নাম মুছে ফেলা যাবে না- শেখ হাসিনা