মন্ত্রিসভার আকার বাড়লো

মন্ত্রিসভার আকার বাড়লো। বর্তমান ৫০ সদস্যের মন্ত্রিসভায় আরো তিনজন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে এই চারজনকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আবদুল হামিদ। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও লক্ষ্মীপুরের সাংসদ এ.কে.এম. শাহজাহান কামাল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ীর সাংসদ কাজী কেরামত আলী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

মন্ত্রিসভার আকার বাড়লো