মুগাবে অবশেষে পদত্যাগ করলেন

জিম্বাবওয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেছেন বলে জিম্বাবাবওয়ের সংসদের স্পিকার জানিয়েছেন।

স্পিকার জ্যাকব মুদেন্দা জানান যে, তিনি মুগাবের চিঠি থেকে পড়ে শোনাচ্ছেন যাতে লেখা ছিল, আমি রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে, জিম্বাবাবওয়েন সংবিধানের ৯৬ ধারা অনুযায়ী, আনুষ্ঠানিক ভাবে, অবিলম্বে পদত্যাগ করছি।" এই চিঠি সম্পর্কে প্রেসিডেন্ট কিংবা তাঁর দপ্তর থেকে এ খবরের সত্যাসত্য নিশ্চিত করা হয়নি।

স্পিকারের এই ঘোষণার পর সংসদ এবং চতুর্দিকে আনন্দের ঢল নামে। বিধায়করা যখন ৩৭ বছর ধরে শাসনকারী ৯৩ বছর বয়সী মুগাবের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এই ঘোষণাটি আসে।

এদিকে, ক্ষমতাসীন জানু পিএফ দলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মুগাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসান এমনাঙ্গাওয়া বুধবার বা বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিবেন।