চলে গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি

‘শতাব্দীর সেরা ক্রীড়াবিদ’ হিসেবে খেতাব পাওয়া মোহাম্মদ আলি দীর্ঘ ৩০ বছর পারকিনসন রোগের সাথে লড়াই করে ফিনিক্সের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জন্মস্থান কেনটাকির লুইসভিলে মুহাম্মদ আলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত তিনিই একমাত্র মুষ্টিযোদ্ধা যিনি তিনবার বিশ্ব হেভি ওয়েট চ্যাম্পিয়নের শিরোপা জয় করেন। ক্যাসিয়াস নামে জন্ম নেওয়া আলি বিখ্যাত হয়ে উঠেন ১৯৬০ সালে রোম অলিম্পিকে লাইট-হেভিওয়েটে সোনা জিতে।

‘দ্য গ্রেটেস্ট’ ডাকনাম পাওয়া আলি ১৯৬৪ সালে সনি লিস্টনকে হারিয়ে প্রথম বিশ্ব খেতাব জেতেন। প্রথম বিশ্ব শিরোপা জেতার পর তখনও ক্যাসিয়াস ক্লে নামেই পরিচিত আলি নেশন অব ইসলাম নামে একটি সংস্থার সঙ্গে জড়িয়ে পড়েন, যাদের উদ্দেশ ছিল যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকানদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম বদলিয়ে রাখেন মুহাম্মাদ আলি।

Your browser doesn’t support HTML5

চলে গেলেন কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলি