পাকিস্তানে মুশাররফের প্রত্যাবর্তন

পাকিস্তানে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্যে গত চার বছরে এই প্রথম সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ স্বদেশে ফিরে গেছেন।

২০০৮ সালে পদত্যাগের পর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্ভাব্য গ্রেপ্তার এড়ানোর জন্যে স্ব-আরোপিত নির্বাসনে ছিলেন।

মি মুশাররফ ২০০৭ সালের ঐ ঘটনায় তার কোন রকম সংশ্লিষ্টতার কথা অস্বীকার করছেন এবং বলছেন যে দেশে ফিরে গ্রেপ্তার এড়ানোর জন্যে তাকে জামিন দেওয়া হয়।
রোববার করাচিতে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণে মি মুশাররফ বলেন যে তিনি পাকিস্তানে ফিরে এসে নিজের জীবনকে বিপন্ন করেছেন। তবে তিনি পাকিস্তানকে রক্ষা করার তাগিদেই ফিরে এসছেন।

পাকিস্তানি তালিবান শনিবার বলেছে যে সাবেক প্রেসিডেন্ট পাকিস্তানে ফিরে গেলে তারা তাকে হত্যা করবে। তালিবানের একজন মুখপাত্র বলেন যে তাকে আঘাত করার জন্যে একটি বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে।

প্ারভেজ মুশাররফের পাকিস্তান প্রত্যাবর্তন এবং সেখানকার রাজনীতি সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর ।