বড়দিন অনুপ্রাণিত গানে ধর্মবোধ এবং মানব-মানবীর প্রেম

Jesus

Your browser doesn’t support HTML5

Christmas songs

শত শত বছর ধরে বিশ্বের কোটি কোটি খৃষ্টান ধর্মাবলম্বী পৃথিবীতে যীশুর আগমনকে স্মরণ কোরে বড়দিন পালন করেন। এই দিনটি উদযাপনের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে সংগীত। যীশুর জীবন এবং কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে অসংখ্য গান এবং ক্রিসমাস ক্যারল। আবার ক্রিসমাস ডে-কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কোনো কোনো মানব-মানবীর প্রণয় আর বিচ্ছেদ। সেই গল্পও উঠে এসেছে অনেক গানে। এসব গান গেয়েছেন জনপ্রিয় সব শিল্পী। তেমনি কিছু গান নিয়ে আমরা সাজিয়েছি এই অনুষ্ঠান। এসব গানে যেমন রয়েছে গভীর ভক্তিরস, তেমনি আছে মানব-মানবীর প্রেম।

অনুষ্ঠানটি উপস্থাপন করেছেন আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

Christmas songs