অল ইন্ডিয়া মুসলিম পার্সসোনাল ল বোর্ডের সম্মেলন নভেম্বরে

নভেম্বর মাসে কলকাতায় তিন দিনের সম্মেলন ডেকেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সসোনাল ল বোর্ড। তাদের অভিযোগ, মুসলিম দেওয়ানী বিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার পরিবর্তন আনবার চেষ্টা করছে।

সম্প্রতি সরকার-নিযুক্ত আইন কমিশন সমস্ত ধর্মের বিভিন্ন সংগঠনগুলির কাছে প্রশ্নমালা পাঠিয়েছে দেওয়ানী বিধিতে সম্ভাব্য পরিবর্তন আনবার প্রস্তাব নিয়ে। কিন্তু এই বোর্ড প্রশ্নমালা প্রত্যাখ্যান করে বলেছে, তারা কোনও রকম বদল সমর্থন করে না। কাজেই প্রশ্নমালার উত্তর দেওয়ারও প্রশ্ন উঠছে না।

সংগঠনের এক নেতা তথা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুলতান আহমেদ বলেছেন, এ সব আসলে মুসলিম ব্যক্তিগত আইন বদলের প্রচেষ্টা। ঐ সম্মেলনের দু'দিন রুদ্ধদ্বার অধিবেশন হবে, তৃতীয় দিন পার্ক সার্কাসে প্রকাশ্য অধিবেশন। তৃণমূল কংগ্রেস এই বিতর্কিত বিষয়টি নিয়ে কোনও মতামত প্রকাশ করেনি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

অল ইন্ডিয়া মুসলিম পার্সসোনাল ল বোর্ডের সম্মেলন নভেম্বরে