মহানবীর প্রতি অবমানাকর চলচ্চিত্র নিয়ে মূসলমানদের প্রতিবাদ

Nakoula Basseley Nakoula (C) is escorted out of his home by Los Angeles County Sheriff's officers in Cerritos, California, September 15, 2012.

ইসলামের মহানবীর প্রতি অবমাননাকর চলচ্চিত্র the innocence of Muslims মধ্যপ্রাচ্য , আফ্রিকা , এশিয়া এবং বিশ্বের অন্যান্য অংশেও মূসলমানদের মনে ক্ষোভের সূত্রপাত করেছে । বিষয়টি নিয়ে আমরা কথা বলি সংবাদ ভাস্যকার – য়ুনিভার্সিটি অফ উইসকানসিনের সাবেক অধ্যাপক , রৌয বুশ প্রফেসার ডক্টর জিল্লুর রহমান খানের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন । এ্যামেরিকার এক রাষ্ট্রদূত ও তাঁর তিন সহকর্মিসহ আরো বেশ কিছু লোক বিক্ষোভ চলাকালে নিহত হয়েছেন । বাক স্বাধীনতার প্রবক্তারা বলছেন – প্রতিবাদ তো যে কোনো বিষয়েই করা যেতে পারে , সহিংসতা কোনো সমস্যার সমাধান নয় মোটে । অনেকে বলছেন – বাক স্বাধীনতাও একটা শালীন-ঘৃনা বিবর্জিত মাত্রার মধ্যে থাকতে হবে অবশ্যই । বাংলাদেশেও কতৃপক্ষিয় সূত্রে বলা হয়েছে এ ছবি নির্মান নিয়ে নিন্দে জ্ঞাপন করা হয়েছে ।
কেউ কেউ বলছেন শুধু যে এ ছবিটাই এই ক্ষোভের সূচনা করেছে তাই নয় এর পেছনে অন্যান্য হেতূও অন্তর্নিহিত রয়েছে গভীরতর স্তরে । অনেকে অর্থনীতির নিরিখে ভাগ্য বিড়ম্বিত মানুষের জীবনযাপনের গ্লানিকে কারণ হিসেবে চিহ্নিত করছেন – অনেকে আবার নাইন ইলেভেনের বর্ষপূর্তির সময়ের সঙ্গে এর যোগ সূত্রিতা সন্ধানের চেষ্টা চালাচ্ছেন – অনেকে আবার আরব জাহানের ইদানিংকার অভ্যুত্থানের সঙ্গেও এর পরোক্ষ প্রভাব ঝুঁজে পাচ্ছেন । প্রফেসার জিল্লুর রহমান খান মনে করেন , সহিংসতা প্রতিবাদের মাধ্যম হতে পারেনা যেমন , তেমনি ঘৃনাও মনোভাব বা মতামত প্রকাশের সূত্র হওয়া বাঞ্ছনীয় নয় অবশ্যই ।

Your browser doesn’t support HTML5

muslim protests