মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘের সাবেক মহাসচিবের উদ্বেগ প্রকাশ

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। এ প্রদেশে তিন দিনে কয়েক ডজন মানুষকে হত্যা করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপরই রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দেন তিনি।

খবরে বলা হয়, কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সাত সদস্য প্রাদেশিক রাজধানী সিতওয়েতে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি বিবৃতিতে বলেন, এ সহিংসতা প্রদেশটিকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এবং নতুন করে অনেককে ঘরবাড়ি থেকে উৎখাত করছে। আজ বুধবার অস্থিরতায় আক্রান্ত গ্রামগুলো পরিদর্শনে যাওয়ার কথা কমিশন সদস্যদের।

এদিকে, সহিংসতায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো মিয়ানমার সরকারকে ‘গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত’ চালানোর অনুমতি দেয়ার আহ্বান জানান।
খবরে আরও বলা হয়, রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণভার দেশটির সামরিক বাহিনী গ্রহণ করায় সহিংসতার শিকার হয়ে পলায়নরত প্রায় দুই'শো মুসলিম রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছেন। লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

মিয়ানমারে সহিংসতায় জাতিসংঘের সাবেক মহাসচিবের উদ্বেগ প্রকাশ