পশ্চিমা নেতারা মিয়ানমার সামরিক বাহিনীর তীব্র নিন্দা করেছেন

মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কে জয়লাভ করেছে- তা নিয়ে দেশটির সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি'র মধ্যে টানাপোড়েনের কয়েকদিন পরে মিয়ানমারের সামরিক বাহিনী গত সোমাবার ক্ষমতা দখল করে নেয়।

মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখান করে এবং এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। তারা দেশটির নেত্রী অন সান সু চিসহ, অনেক শীর্ষ স্থানীয় নেতাকে আটক করে। যার কারনে পশ্চিমা নেতারা মিয়ানমারের সামরিক বাহিনীর তীব্র নিন্দা করেছেন। ভয়েস অফ আমেরিকার Margaret Besheer এর প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

পশ্চিমা নেতারা মিয়ানমার সামরিক বাহিনীর তীব্র নিন্দা করেছেন