বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের এক নারী নিহত

FILE - Members of Border Guard Bangladesh (BGB) stand guard on the bank of Naf River near the Bangladesh-Myanmar border to prevent Rohingya refugees from illegal border crossing, in Teknaf near Cox’s Bazar, Bangladesh, Nov. 22, 2016.

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র সঙ্গে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারকারীদের বন্দুকযুদ্ধে একজন মিয়ানমারের নারী নিহত এবং ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত নারী মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সূত্রে জানা গেছে, আহত ৪ জন বর্তমানে টেকনাফের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ২জন নারীসহ তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। বিজিবি বলছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ইঞ্জিনচালিত নৌকায় করে ইয়াবা পাচারকারীরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর মোহনা দিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে তারা প্রথমে গুলি ছোড়ে, জবাবে বিজিবিও গুলিবর্ষণ করে। আর এতে ওই ইয়াবা পাচারকারীরা হতাহত হয়েছেন। ইয়াবা ভর্তি নৌকাটি জব্দ করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানা যায়নি।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট