সমঝোতা স্মারক স্বাক্ষরে মিয়ানমারের প্রতি বাংলাদেশের আহ্বান

থাইল্যান্ডে অনুষ্ঠিত মানব পাচার বিষয়ক বৈঠকে মানবপাচার রোধে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি যৌথ লিয়াঁজো অফিস প্রতিষ্ঠা, মানবপাচার রোধ এবং অস্ত্র ও মাদক পাচার দমনে একটি সমঝোতা স্বাক্ষরের জন্য মিয়ানমানরকে বাংলাদেশ একটি প্রস্তাব দিয়েছে।

মানব পাচার সংকটের সমাধানে থাইল্যান্ডে বাংলাদেশ সহ ১৭টি দেশ এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তাতে এশীয় অভিবাসন বিষয়ে একক দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। মিয়ানমারের এই অস্বীকৃতির মধ্যে ও বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উভয় দেশের একটি যৌথ লিঁয়াজো অফিস প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর পাঠানো এই টেলিফোন বার্তায় :

Your browser doesn’t support HTML5

শুনুন আমির খসরুর প্রতিবেদন