মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ইটের দেয়াল নির্মাণ করার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের বিরোধী দল

BANGLADESH-MYANMAR/CLASHES

মিয়ানমারের এক সময়ের ক্ষমতাসীন এবং বর্তমানে বিরোধী দল Union Solidarity and Development Party (USDP) ওই দেশটির পশ্চিম সীমান্ত অর্থাৎ মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ইটের দেয়াল নির্মাণ করার আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করেছে। এই প্রস্তাব নিয়ে তারা ব্যাপক প্রচার-প্রচারণাও চালাচ্ছে। সম্প্রতি রাখাইন প্রাদেশিক পার্লামেন্টে USDP দেয়াল তৈরির প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে এবং উত্থাপন করেছে। এই প্রস্তাব নিয়ে সোমবার ওই পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। প্রস্তাবটি পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।
এদিকে, মঙ্গলবারও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪৫ জন রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দিয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ১ হাজার ২শ জন মিয়ানমারের রোহিঙ্গা আশ্রয় প্রার্থীকে দেশে ফেরত পাঠানো হলো। সেনা অভিযান আরও সহিংস রূপ নেয়ায় রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের সংখ্যা গত কয়েকদিনে ব্যাপকহারে বেড়েছে বলে কক্সবাজারের স্থানীয়রা জানিয়েছেন।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (মিয়ানমার)