মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচনের পর ভোটগণনা শুরু হযেছে

Kyaw Ko Ko, head of the All Burma Federation of Student Unions (ABFSU) (Left)

মিয়ানারে ২৫ বছরে এই প্রথম অবাধ নির্বাচনের পর ভোটগণনা শুরু হয়েছে।

উৎফুল্ল ভোটারদের দেখা যায় ভোটকেন্দ্রগুলো থেকে বেরিয়ে আসতে। তাদের কনিষ্ঠা আঙ্গুল কালো কালিতে ডোবানো। বোঝা যাচ্ছে তারা ভোট দিয়েছে। অনেকে এই প্রথম জীবনে ভোট দিয়েছে।

প্রায় ৩ কোটি ২০ লক্ষ মানুষ ভোট দেওয়ার জন্য নিবন্ধভুক্তি করেছে। ভোটাররা জাতীয় সংসদের দুই কক্ষ এবং আঞ্চলিক পরিষদের জন্য ৬ হাজার প্রার্থীর মধ্য থেকে সদস্যদের বেছে নেবে। নির্বচনি কর্মকর্তারা বলেছেন ৮০ শতাংশ ভোটার ভোট দিতে গেছে।

লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান নিবন্ধ তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। সরকার বহু বছর ধরে তাদের প্রান্তিক অবস্থায় রাখার পর তাদের ভোট দেওয়া নিষিদ্ধ করা হয।

প্রথম বারের মতো ভোটদাতাদের মধ্যে ছিলেন ৭০ বছর বয়স্ক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচী ।