মিয়ানমার সরকারের পাশে থাকবে ভারত

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জঙ্গীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সেই সঙ্গে দেশটি জানিয়েছে, তারা মিয়ানমার সরকারের পাশে থাকবে।

দিনকয়েক আগে মায়ানমারের উত্তরের রাখাইন প্রদেশে নিরাপত্তাবাহিনীর সীমান্ত চৌকি অবরোধ করে ব্যাপক হামলা চালিয়েছে রোহিঙ্গা জঙ্গিরা। একাধিক নিরাপত্তা জওয়ান সমেত অন্তত নব্বই জন এর বলি হয়েছেন।

এ ব্যাপারে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেন, "মিয়ানমারের উত্তরের রাখাইন প্রদেশে সন্ত্রাসবাদীদের নতুন করে হিংসায় মেতে ওঠার খবরে গভীরভাবে উদ্বিগ্ন ভারত। মায়ানমারের নিরাপত্তা জওয়ানদের প্রাণহানিতে আমরা খুবই ব্যাথিত। যতদূর সম্ভব কঠোর ভাষায় এ ধরনের হামলার নিন্দা করা উচিত। এ ধরনের অপরাধে জড়িতরা উপযুক্ত সাজা পাবে বলে আশা করি। মায়ানমারের বর্তমান সরকারের এই চ্যালেঞ্জের মূহূর্তে তাদের প্রতি দৃঢ় সমর্থন রইল।" আমাদের কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মিয়ানমার সরকারের পাশে থাকবে ভারত