রংপুরে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী

এক উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন গোলযোগের খবর নেই। লড়াই হয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল চারটা পর্যন্ত। ৩৩টি ওয়ার্ডে ২৭৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রায় চার লাখ ভোটারের এ সিটির ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন, এমন তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার। বিরোধী বিএনপি নির্বাচনে ভয়ভীতি ও তাদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ আনে। কিন্তু প্রধান নিবাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, এ অভিযোগ সত্য নয়।

১৯৩ টি কেন্দ্রের মধ্যে একটি মাত্র কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। এই কেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।