নেটো এবং রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত।

NATO Secretary-General Jens Stoltenberg

গত দুবছরের মধ্যে এ সপ্তাহে এই প্রথম নেটো এবং রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল। রাশিয়া এবং পশ্চিমী প্রতিরক্ষা জোটের মধ্যে এই বৈঠক তেমন ফলপ্রসু হয়নি তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই বৈঠক আশার সঞ্চার করেছে। মনে হচ্ছে রাশিয়ার ক্রাইমিয়ায় সামরিক হস্তক্ষেপ এবং পূর্ব ইউক্রেন এর বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের কারনে যে বিরোধ এবং দূরত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে তারা বেড়িয়ে আসার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র এবং নেটোর সদস্য দেশগুলোর পক্ষ থেকে রাশিয়ার ওপর এখনো নিষেধাজ্ঞা বলবত রয়েছে, যাতে করে পূর্ব ইউক্রেন এবং ক্রাইনিয়ায় রাশিয়ার হস্তক্ষেপ বন্ধ হয়।

নেটোর সেকেটারি জেনারাল জ্যান স্টোওটেনবার্গ বলেন, আলোচনা ছিল খোলাখুলি এবং তাৎপর্যপূর্ণ। তবে এখনো মস্কো এবং পশ্চিমী জোটের মধ্যে প্রগাঢ় মতভেদ রয়েছে।