আজ আমরা জানবো ন্যাটো কী?

Your browser doesn’t support HTML5

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো হল ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত উত্তর আমেরিকা, ইউরোপ এবং ইউরোশিয়া নিয়ে একটি সামরিক সহযোগিতার জোট। ২৯ সদস্য-দেশের সমন্বয়ে ন্যাটো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংঘটন। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা। ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর ন্যাটো তাদের রক্ষায় মাঠে নামে। এর প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর। সকল সদস্য দেশের বর্তমান লক্ষ্যমাত্রা জিডিপি’র ২ শতাংশ ব্যয়ের জন্য মনোনিবেশ করা উচিৎ বলে ন্যাটোর পক্ষ থেকে আওভান জানানো হয়েছে। ইতোমধ্যে, ২০১৮ সালে ৭টি সদস্য দেশ সামরিক খাতে এই ব্যয় বাড়াতে সক্ষম হয়েছে।