মুক্ত হয়েও, হন নি নাজিনীন জাগরী রাটক্লিফ 

থম্পসন রয়টার ফাউন্ডেশন সংস্থার প্রকল্প ম্যানেজার, নাজিনীন জাগরী রাটক্লিফ, যাঁকে ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার অভিযোগে ২০১৬ সালের এপ্রিল মাসে তেহরান বিমান বন্দরে আটক করে কারাদণ্ড দেয়া হয়, ৫ বছর কারাভোগের পর তিনি মুক্তি পেয়েছেনI তবে তাঁর আইনজীবী জানান, আদালত অন্য এক অভিযোগে আবারো তাঁকে তলব করেছেI

নাজিনীন তাঁর বেশির ভাগ কারাবাসের সময় কাটিয়েছেন ইরানের কুখ্যাত এভিন কারাগারেI পরবর্তীতে করোনা সঙ্কটের কারণে তাঁকে গত মার্চ থেকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়I

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, গত বছর তাঁর ক্ষমা মনজুর করেন, তবে শেষ বছরটি ইলেক্ট্রনিক বন্ধনী পায়ে লাগিয়ে তাঁকে বন্দি অবস্থায় থাকতে হয়I তাঁর বিরুদ্ধে নুতন করে আদালতের সমন জারি করায়, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছেI