আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন – কবি নজরুল

Poet Nazrul Islam

Your browser doesn’t support HTML5

Anindita Kazi on Nazrul

‘শাওন রাতে যদি, স্মরণে আসে মোরে,

বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে’

বাইরে এখনও ঝড় হচ্ছে, আমাদের চোখে এখনও জল। ধর্মের নামে বিশ্বময় এখনও মানুষ মারা হচ্ছে, উৎপীড়িতের ক্রন্দন রোল এখনও থামছে না। মানুষের কবি নজরুল বিদ্রোহের চাইতেও বেশি বলেছেন শান্তির কথা, সাম্যের কথা, ভালবাসার কথা। আমরা কি তাকে আদৌ পাঠ করছি, আমরা কি তাকে আদৌ মনে রেখেছি? তিনি লিখেছিলেন, ‘যদি আর বাঁশী না বাজে, আমি কবি বলে বলছিনে, আমি আপনাদের ভালবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন’। এতোটাই অভিমান ছিল তার। আমরা কি তাঁকে আসলেই মনে রেখেছি? নাকি নামমাত্র পালন করছি তাঁর জন্মজয়ন্তী।

নজরুলের বিভিন্ন দিক নিয়ে সুপরিচিত কণ্ঠ এবং বাচিক শিল্পী, কবির নাতনী, কাজী অনিরুদ্ধ-র মেয়ে অনিন্দিতা কাজীর সাথে কথা বলেছেন আহসানুল হক।

Your browser doesn’t support HTML5

Anindita Kazi on Nazrul