নেপালের চল্লিশতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা শের বাহাদূর দেউবা।
প্রধান বিরোধী দল সিপিএন-ইউএমএল বা অন্যান্যরা কোন প্রার্থী ঘোষণা না করায় দেউবা প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নেপাল সংসদের ৫৯৩টি আসনের মধ্যে দেউবার পক্ষে পড়েছে ৩৮৮টি ভোট। বিপক্ষে পড়েছে ১৭০টি ভোট। গত মাসে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মাওবাদী নেতা প্রচণ্ড।
উল্লেখ করা যেতে পারে এই নিয়ে চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রীর পদে বসলেন নেপাল কংগ্রেস নেতা সত্তর বছরের শের বাহাদূর দেউবা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।
Your browser doesn’t support HTML5
নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শের বাহাদূর দেউবা