নেপাল থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে

নেপাল থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সুবিধা প্রাপ্তির জন্য ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে একটি চুক্তির লক্ষ্যে আলাপ-আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। প্রথমে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরের চেষ্টা হচ্ছে। আর এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা গেলে দুই দেশের মধ্যে বিশেষজ্ঞ এবং কর্মকর্তা পর্যায়ে একটি যৌথ সমীক্ষা দল গঠিত হবে-যারা নেপাল থেকে বাংলাদেশে কিভাবে বিদ্যুৎ নেয়া যায় তার সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনা করবে।

২০১৪ সালে স্বাক্ষরিত জ্বালানি ও বিদ্যুৎ সহযোগিতা সংক্রান্ত সার্ক চুক্তির আওতায় ঢাকা-কাঠমান্ডুর মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হবে। ২০১৪ সাল থেকে দেশ দুটো দ্বিপাক্ষিক বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা করছে।

Your browser doesn’t support HTML5

শুনুন নেপাল বাংলাদেশ সম্পর্ক বিষয়ে আমির খসরুর প্রতিবেদন